দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ: দুটি বিপরীতমুখী লরির মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম হন চালক ও খালাসি সহ কয়েকজন। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায় আজ ১মে সোমবার ভোর ৪টা নাগাদ ঘাটালের গোবিন্দপুর খালের পাড় সংলগ্ন রাজ্য সড়কে খড়ারের দিক থেকে মাংরুলের দিকে একটি লরির সাথে এবং মাংরুলের দিক থেকে ঘাটালের দিকে আসা অপর একটি লরির মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় লরি দুটির সামনের দিক। যার জেরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেন। প্রাথমিকভাবে অনুমান লরির চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় একজনের পা ভেঙে যায় এবং অন্য একজনের মাথা ফেটে গিয়েছে বলে জানা যায়। আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ওই ঘাতক লরিগুলিকে আটক করে। এলাকার মানুষের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
এই মুহূর্তে
ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চন্দ্রকোণার এই বৃদ্ধ
অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চন্দ্রকোণা শহরের ৭ নম্বর ওয়ার্ড বোনার বাসিন্দা বিজয় মণ্ডল(৬৪)। বৃহস্পতিবার তাঁর...