মর্মান্তিক!বাবা-মায়ের সাথে প্রাতঃভ্রমণে গিয়ে ঘরে ফেরা হল না ছোট্টো অভীকের

সৌমেন মিশ্র: ছোট্ট অভীকের মর্মান্তিক মৃত্যু,বাবা মায়ের সাথে প্রাতঃভ্রমণ ভালোবাসার দিনে বাবা মা এর ভালোবাসাকে শেষ যাত্রায় নিয়ে গেল! মৃত্যুর সাথে এখনও পাঞ্জা লড়ছে মা। শোক স্তব্ধ সারা গ্রাম। আজ সরস্বতী পুজোর সকালে চোখের জল বাঁধমানছে না গ্রামের।
ঘটনা ঘাটাল থানার দন্দিপুর লাগোয়া মারিচ্যা গ্রামে। বছর ৯ এর ছোট্ট অভীক বাবা ও মায়ের সাথে প্রতি দিনের মতই ১৪ ফেব্রুয়ারী রবিবারের সকালে প্রাতঃভ্রমণে গিয়েছিল,তবে আর বাড়ি ফেরা হয়নি। বাড়ি থেকে কিছু দূরে মিদ্যা পুকুরের কাছে পিছন থেকে এক টোটো এসে বাবা মা ও ছেলেকে ধাক্কা দেয়।
বাবা অশোক চক্রবর্তীর চোট তেমন না হলেও এই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ছেলে অভীক এবং তার মা মধুমিতা চক্রবর্তী। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় ঘাটাল,ঘাটাল থেকে মেদিনীপুর। ছেলের অবস্থা গুরুতর দেখে ছেলেকে ওই দিনই পাঠানো হয় কলকাতায়। তবে ওই রাতেই কলকাতার এক বেসরকারী হাসপাতালে ছেলে অভীকের মৃত্যু হয় মা এখনও মেদিনীপুর মেডিক্যাল কলেজের বিছানায় চোখের জলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
অভীক বড়দার পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে। শোকের ছায়া বিদ্যালয়েও। এ মৃত্যুর দায় কার? আমাদের অসাবধানতা না প্রশাসনিক দুর্বলতা? প্রশ্ন উঠছে প্রশিক্ষণ ছাড়া টোটো চালকদের ঘাটাল সহ সারা রাজ্যে বাড় বাড়ন্ত নিয়েও।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!