গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন ঘাটাল বি.এড কলেজে

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ঘাটাল কলেজ অফ এডুকেশন ।  আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঘাটাল কলেজ অফ এডুকেশন এর ‘গ্রিন ক্লাব’-এর উদ্যোগে চারাগাছ রোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত  হয়। ওই কলেজের সম্পাদক অধ্যাপক প্রবীর মাইতি এবং কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইস্টিটিউট (পূর্ব মেদিনীপুর) এর অধ্যাপক দুর্গাপদ পাল যৌথভাবে চারাগাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর কলেজের B.Ed. এবং D.El.Ed. বিভাগের শিক্ষার্থীরাও চারা রোপণ করেন। কলেজের সম্পাদক অধ্যাপক প্রবীর মাইতি বলেন, আমরা কলেজের জন্মলগ্ন তথা বেশ কয়েক বছর ধরে ‘অরণ্য সপ্তাহ’ উৎসব উদযাপন করে আসছি। প্রতি বছর ওই সাতদিন বিভিন্ন প্রজাতির চারাগাছ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করি। এ বছরও তা করা হবে। তিনি বিশ্ব উষ্ণায়ন, উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধির কারণ ও প্রতিকার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাপমাত্রা বৃদ্ধি রোধের অন্যতম শর্ত প্রচুর পরিমাণে চারাগাছ রোপণ। তাই বিগত বছরগুলিতে প্রবীরবাবু কখনও ঘাটাল মহকুমা প্রশাসন, কখনও ঘাটাল পৌরসভা, আবার কখনও ঘাটাল পঞ্চায়েত সমিতির সঙ্গে যৌথ উদ্যোগে বেশ কয়েক বছর ধরে ‘অরণ্য সপ্তাহ’ পালনের মধ্য দিয়ে চারাগাছ রোপণ ও বিতরণ করে আসছেন। সেই সঙ্গে মহকুমার একাধিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়েও চারাগাছ রোপণ ও বিতরণ করে আসছেন। আসন্ন ‘অরণ্য সপ্তাহ’ (১৪ – ২০ জুলাই) তেও চারাগাছ রোপণ ও বিতরণের কথা জানিয়েছেন প্রবীরবাবু। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!