আপনার এলাকায় বিনামূল্যে গাছ লাগাবো আমরা, দেখভাল আমরাই করব

রবীন্দ্র কর্মকার: ঘাটালের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির- মসজিদ বা ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে গাছ লাগিয়ে সেগুলির দেখভালের দায়িত্ব নিতে পথে নেমেছে একদল যুবক। পরিবেশ দিবসকে সামনে রেখে ঘাটালের সোম মোটরস নামে ইলেকট্রিক বাইক সংস্থার উদ্যোগে মূলত এই অভিনব কর্মসূচি বলে জানান সোম মোটরস এর কর্ণধার সুব্রত মাজী। আজ ৫ জুন খাঞ্জাপুর স্কুল প্রাঙ্গণে বেশ কিছু গাছ লাগিয়ে দিনটি পালন করেন তাঁরা। আজ থেকে আগামী এক সপ্তাহ এই কর্মসূচি পালন করবেন বলে জানান ওই যুবকরা। সুব্রতবাবু বলেন, আমারই কয়েকজন বন্ধু শুভেন্দু সামন্ত, প্রদীপ চক্রবর্তী, সমর কুইল্যা, তুষার বাঙাল, দীপক অধিকারী, বিশ্বরূপ রায়ের সহযোগিতায় এবং সোম মোটরসের উদ্যোগে এই প্রয়াস। আমাদের এই ছোট্ট প্রয়াসে কেউ সামিল হতে চাইলে আমাদের সঙ্গে ৯৮০০০২১৩৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বিনামূল্যে আপনার বাড়ির সামনে কোন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির- মসজিদ বা ক্লাব প্রাঙ্গণে গাছ লাগানোর জন্য যদি উপযুক্ত জায়গা থাকে তাহলে  আমরা আপনার ওই এলাকায় গিয়ে গাছ লাগিয়ে আসবো সম্পূর্ণ বিনামূল্যে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!