দাসপুর থেকে ৬০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

সৌমেন মিশ্র: দাসপুরে বিশালাকার বিরলপ্রজাতির একটি কচ্ছপ উদ্ধার হল। কচ্ছপটির ওজন প্রায় ৬০

কেজি। আজ ২৯ নভেম্বর দাসপুর থানার দুধকোমরার রাজবংশী পাড়া থেকে পুলিস ও বনদপ্তরের আধিকারিকরা গিয়ে ওই বিশালাকার কচ্ছপটিকে উদ্ধার করেন। কচ্ছপটিকে দেখার জন্য পাশাপাশি গ্রাম থেকে কৌতূহলী মানুষের ঢল ওই গ্রামে নেমে আসে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৭ নভেম্বর ওই গ্রামের গোপাল ধাড়া নামে এক মৎস্যজীবী রূপনারায়ণ নদে মাছধরার জাল পেতেছিলেন। সেই জালেই কচ্ছপটি আটকে যায়। গোপালবাবু কচ্ছপটিকে ধরার পরই বাজারে বিক্রি করার পরিকল্পনা করেন বলে অভিযোগ। দাসপুর থানার এক এস আই জানান, কচ্ছপটিকে বিক্রি করার খবর পেয়ে আমরা ওই দিনই গোপালবাবুর বাড়িতে পুলিশ পাঠাই এবং কোনও ভাবে যাতে বিক্রি করা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিই। একই সঙ্গে বন দপ্তরেও খবর দেওয়া হয়।
দাসপুর থানার পুলিশ বাহিনী, ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা, ওয়াইল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ সহ বন দপ্তরের অন্যান্য কর্মীরা আজ সকালে গোপালবাবুর বাড়ি যান। সেখান থেকে কচ্ছপটিকে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হয়।
এত বড় কচ্ছপ এর আগে এই মহকুমা থেকে কখনও উদ্ধার হয়েছে বলে খবর নেই। বন দপ্তর কচ্ছপটি ওজন না করেই কচ্ছপটির ওজন ৫০ কেজি হবে বলে জানিয়েছে। তবে স্থানীয় মৎস্যজীবীদের ধারনা কচ্ছপটির ওজন কম করে ৬০কেজির বেশি হবে। এত বড় কচ্ছপটিকে দেখার জন্য আজ সকাল থেকেই ওই গ্রামে অসংখ্য মানুষের ভিড় জমে ওঠে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!