খড়ার শহরে প্রয়াত চেয়ারম্যানের মূর্তি বসানো হল

সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল: খড়ার শহরের ‘রূপকার’ তথা প্রাক্তন চেয়ারম্যান ডক্টর উত্তম মুখোপাধ্যায়ের আবক্ষ মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হল। ৩০ মে শহরের তিন নম্বর ওয়ার্ডের আনন্দময়ী সিনেমা হলের সামনে তাঁর মূর্তির আবরণ উন্মোচন করেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অদ্যুত মণ্ডল। উত্তমবাবুর ওই শহরেরই তিন নম্বর ওয়ার্ডে ১৯৫৭ সালের ১৯ জুন জন্মগ্রহণ করেন। গত বছর তথা ২০২০ সালের ১৫ ডিসেম্বর অসুস্থতার কারণে কলকাতায় নিজস্ব ফ্ল্যাটে মারা যান।
উত্তমবাবু বিদ্যাসাগারের নিজের প্রতিষ্ঠিত স্কুল বীরসিংহ ভগবতী হাইস্কুলে দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদটি দক্ষতার সঙ্গে সামলেছেন। সেই সঙ্গে ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত খড়ার পুরসভার চেয়ারম্যানের পদটিও দায়িত্ব সহকারে পালন করেছেন। ৩০ ওই আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে খড়ার পুরসভার প্রাক্তন ভাইসচেয়ারম্যান অরূপ রায়, খড়ার বালিকা বিদ্যালের টিআইসি রেশমি মুখোপাধ্যায় সহ শহরের বহু মানুষ উপস্থিত ছিলেন। অরূপবাবু বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালীন খড়ার শহরে উল্লেখযোগ্য বেশ কিছু উন্নয়ন হয়েছে। প্রচণ্ড রাশভারি মানুষ ছিলেন। অন্যায়ের সঙ্গে কখনও আপোস করতেন না । উত্তমবাবুর এই মূর্তি আমাদের খড়ার শহরের আগামী প্রজন্মকে তাঁর জীবনদর্শনকে অনুসরণ করতে অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস।
প্রসঙ্গত ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভার মধ্যে কোনও পুরসভাতেই প্রয়াত কোনও চেয়ারম্যানের মর্মর মূর্তি এর আগে বসানো হয়নি। খড়ারেই প্রথম হল। যদিও এই মূর্তিটি স্থাপনের বিষয়ে উত্তমবাবুর পরিবারের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।