ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও করোনা সংক্রমিত হলেন ঘাটালের চিকিৎসক

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার পরও করোনা সংক্রমণ রুখতে পারা গেল না।  করোনা আক্রান্ত হলেন ঘাটাল মহকুমা হাসপাতালের অবসরপ্রাপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ তুষারকান্তি ঘোষ। ষাটোর্ধ্ব ওই চিকিৎসক বলেন, প্রায় তিন সপ্তাহ আগে আমি করোনার দুটি ডোজ শেষ করেছি। তবুও গত ১৯ এপ্রিল আমি করোনা সংক্রমিত হলাম।
ভ্যাকসিন দেওয়া শুরু হতেই ওই চিকিৎসক ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে করোনার প্রথম ভ্যাকসিন নেন প্রায় এক মাস আগে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি শেষ করেন ৩০ মার্চ। কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই তিনি শারীরিক অসুস্থতা উপলব্ধি করতে শুরু করেন।  ডাক্তারবাবু বলেন,  বেশ কিছুদিন আগে বুঝতে পারেন হালকা জ্বর ও কাশি শুরু হয়,  বিষয়টি তখনই সন্দেহ হয়। তারপর করোনা টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ আসে।
এরপর থেকে তিনি নিজেই সচেতন হয়ে যান। বাড়িতে থেকেই ডাঃ ঘোষ তাঁর বন্ধু ডাঃ অনিন্দ্য সেনগুপ্তর পরামর্শ অনুযায়ী চলছেন। বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন ডাক্তারবাবু। তিনি জানিয়েছেন, কিছুদিন পর করোনা টেস্ট করাবেন এবং রিপোর্ট নেগেটিভ হলেই সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার রোগীদের কাছে ফিরবেন। 
করোনা সংক্রমিত হলেও তিনি রোগী পরিষেবা বন্ধ করেননি। চালিয়ে যাচ্ছেন শিশু রোগের চিকিৎসা। তবে সরাসরি রোগীদের সংস্পর্শে আসছেন না। বর্তমানে  তিনি অনলাইনে রোগীদের পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। সেই সঙ্গে কবিতা, গান লিখে নিজের এই সংক্রমণের সময়টি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। সাধারণ মানুষের উদ্দেশ্যে ডাক্তারবাবু বার্তা দিয়ে বলেছেন, সবাই ভিড় জায়গা এড়িয়ে চলুন। একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। সবাই নিজের বাড়িতে থাকবেন, নিরাপদে থাকুন ও সুস্থ থাকুন।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015