ঘাটাল মহকুমার হাসপাতালগুলিতে ভ্যাকসিন নিতে গিয়ে দুর্ভোগ ও হয়রানি অব্যাহত, বাড়ছে ক্ষোভ

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার বিভিন্ন হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়ে প্রত্যেক দিন নানা রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ। ফলে চরম ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ভ্যাকসিনের আকালের কথা স্বীকার করছেন। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলব।

এই দৃশ্যটি দাসপুর গ্ৰামীণ হাসপাতালের। আজ ৪ জুলাই  শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছেন ভ্যাকসিনের জন্য।  গত রাত থেকে মানুষ ইট দিয়ে জায়গা ঘিরে রেখেছেন। এমনকি বয়স্ক মানুষেরাও কেউ দ্বিতীয় ডোজ কেউবা আবার প্রথম ডোজ পাওয়ার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সকাল ৮ টার মধ্যে সেই লাইন আরও দীর্ঘ হয়েছে। ভ্যাকসিন নিতে আসা মানুষে মানুষে হাতাহাতি মারামারিও শুরু হয়ে যায় বলে জানা যায়। ভ্যাকসিন নিতে আসা মানুষদের অভিযোগ, প্রতিদিন এত মানুষ ভিড় করছেন, তারমধ্যে অনেকেই ভ্যাকসিন পেলেও বেশিরভাগ মানুষ ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দিষ্ট কোনও নিয়মনীতি না থাকায় এমন ঘটনা ঘটছে বলে তাঁরা অভিযোগ করছেন।

ভ্যাকসিন নিতে আসা ঘাটাল কলেজের অধ্যাপক সুশান্ত কুইল্যা বলেন, প্রথম দিকে গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরে সেগুলি বন্ধ করে দেওয়ার জন্যই হাসপাতালগুলিতে এত ভিড় দেখা দিয়েছে। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছেন না কেন? আবার অনেকেই প্রশ্ন তুলেছেন ভ্যাকসিন নিতে এসে করোনায় আক্রান্ত হয়ে যাবেন না তো?

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, আমরা নোটিশ দিয়ে রেখেছি প্রতিদিন ১৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু তাও এত মানুষ ভিড় জমাচ্ছেন কেন তা আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা যান। শ্যামপদবাবু বলেন,

গতকাল ৩ জুলাই শনিবার ঘাটাল মহকুমা হাসপাতালেও একই ছবি দেখা গেছে। সেখানেও ভ্যাকসিন নিতে আসা মানুষদের অভিযোগ,  ছ’দিন ধরে ঘুরেও মেলেনি করোনা ভ্যাকসিন।  হতাশ হয়ে ফিরে যাচ্ছে বৃদ্ধ থেকে বৃদ্ধা বহু মানুষজন, তাঁরা বলেন, ভোর থেকে লাইন দিয়ে সকাল দশটার পর হাসপাতাল তরফ থেকে বলা হচ্ছে, কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ড  মিলিয়ে মোট ২৫০ জনের বেশি ভ্যাকসিন দেওয়া হবে না। তখনই নিরাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই কথা আগে থেকে জানানো হয়নি কেন বলে প্রশ্ন তুলেছেন তাঁরা।

:

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015