কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঘাটালের ভূমিপুত্র ড. স্বরূপ চক্রবর্তী

সৌমিত্র রায়:২০ জানুয়ারি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হলেন কৃষি-বিজ্ঞানী ড. স্বরূপ চক্রবর্তী। তাঁর বাড়ি ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে। ভারতবর্ষের কৃষি-বিজ্ঞানের ইতিহাসে তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।
১৯৭৬ সালে বীরসিংহ ভগবতী বিদ্যালয় থেকে কৃষি বিভাগে উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে উত্তীর্ণ হন। ১৯৭৬-১৯৮১ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণী থেকে গ্র্যাজুয়েট হন। মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি করেন দিল্লির ইণ্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট থেকে। এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিসে সফল হয়ে ১৯৮৬ সালের ২৯ ডিসেম্বর কৃষি-বিজ্ঞানী হিসেবে সেণ্ট্রাল পোটাটো রিসার্চ ইন্সটিটিউটতে চাকুরিতে যোগ দেন। ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন বিভাগীয় প্রধান ছিলেন। কেরালার ত্রিবান্দামে সেন্ট্রাল টিউবার ক্রপস রিসার্চ ইন্সটিটিউটে ডিরেক্টর হিসেবে দীর্ঘ কর্মজীবনের বেশ কয়েকটি বছর কাটিয়েছেন। কর্মজীবনের শেষ পাঁচ বছর ডিরেক্টর হিসেবে ছিলেন সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইন্সটিটিউটে। অবসর নেন ২০২০সালে।
স্বরূপবাবুর বাবা গঙ্গেশ চক্রবর্তী সামান্য কিছু নিজস্ব কৃষি জমিতে চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন। মা গঙ্গা চক্রবর্তী ছিলেন গৃহবধূ। গ্রামের এক কৃষিজীবী পরিবারের কৃতি সন্তান ভারতের কৃষি-বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখে আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হওয়ায় গ্রামবাসী তথা ঘাটাল মহকুমাবাসীরা গর্বিত।
স্বরূপবাবুর স্ত্রী সিমলার লরেটো কনভেন্ট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। দু’মেয়ের একজন কলকাতা মিউনিসিপ্যালিটিতে ফুড সেফটি আধিকারিক হিসেবে কর্মরত। ছোট মেয়ে বি.টেক ছাত্রী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!