অন্ধকার থেকে আলোর পথে উঠে আসছে গোপমহলের বিদ্যাসাগর পল্লীর ছেলেমেয়েরা, বিদ্যাসাগর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল সবাই

পাপিয়া বন্দোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল:  বিদ্যাসাগরের স্মৃতি স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো ঘাটালের মনোহরপুর বাজারে।  ৩ অক্টোবর রবিবার বিদ্যাসাগর পাঠশালার আয়োজনে ওই  অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের গোপমহল গ্রামের বিদ্যাসাগর পল্লীর ছেলেমেয়েরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ এবং পণ্ডিত বিদায় নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ একটি দিক হলো গ্রামের প্রমীলা বাহিনীকে স্বীকৃতি জানিয়ে স্মারক প্রদান। এছাড়াও অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ছোটদের নাচ, গান, আবৃত্তি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবপ্রসাদ পাঠক বন্দোপাধ্যায়, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুভাষ দত্ত, মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই, রানিচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদুষী বারুই প্রমুখ। উল্লেখ্য, ওই গ্রামের বিদ্যাসাগর পল্লীর ছেলেমেয়েরা ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফিরে আসছে। দীর্ঘদিন ধরে চলা ওই গ্রামের বাসিন্দাদের চোলাই মদের ব্যবসার কারনে গ্রামটিতে শিক্ষার আলো সেভাবে পৌঁছায়নি। বর্তমানে কিছু শিক্ষাদরদি, সমাজ সংস্কারক মানুষের প্রচেষ্টায় গ্রামে শিক্ষা ও সুসংস্কারের আলো বিকশিত হচ্ছে, যা সবার মুখে খুশির হাসি ফুটিয়ে তুলছে। এদিনের বিদ্যাসাগর স্মরণ ও অনুষ্ঠান তারই একটি নিদর্শন বলা যেতে পারে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!