চুন সাদা পাতা,এবার ঘাটাল দাসপুরে নারকেল পাতায় ভাইরাসের আক্রমণ?

রাতের অন্ধকারে রাতভর ঘাটাল মহকুমার দাসপুর এলাকায় গাছে টর্চের আলো। শনিবার ১৪ মার্চ রাতে হঠাৎ রব ওঠে ভাইরাসের আক্রমণে নারকেল গাছের পাতা চুন সাদা হয়েগেছে। আর তা দেখতেই গাছে আলো ফেলে চলে নিরীক্ষণ। দাসপুরের সামাট গ্রামের বাসিন্দা অমিত দোলই,ডিহিপলসা গ্রামের অনুপ দাস,জগন্নাথপুরের বিকাশ মাইতিরা জানান, নারকেল গাছে ভাইরাস,রব উঠতেই তাঁরাও আশপাশের নারকেল গাছে টর্চের আলো ফেলে অবাক হয়েছেন। দেখেন নারকেল পাতা ধপধপে সাদা। যেন কেউ চুন স্প্রে করেছে।

তবে দাসপুরের আরিঠ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মৈদুল মল্লিক নারকেল গাছের পাতায় ভাইরাস বা চুনজলের গুজবকে মানতে নারাজ,তিনি জানিয়েছেন,এগুলো White Fly বা সাদা মাছি।এই সময়ে এদের ডিম পাড়ার সময়৷ ডিম গুলোকে সুরক্ষিত করার জন্য ওরা একধরনের লালা বের করে, যার জন্যই পাতা গুলো সাদা হয়ে যায়৷

আর হয়তো তাই আজ শনিবার সকালে নারকেল গাছের সে পাতায় আর আর সে সাদার চমক মেলেনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!