ভোট বয়কটের ডাক দাসপুরে। ভোট চাইতে এলে দেখে ছাড়বে গ্রামের মানুষ?

সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বেহাল রাস্তা,ভোট আসে ভোট যায় নেতারা আসে ভোট ভিক্ষায়। বছরের পর বছর ধরে বেহাল রাস্তার হাল ফেরেনি।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বেহাল রাস্তার হাল ফেরাতে এবার বিক্ষোভে ফেটে পড়েছের দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর ও পাঁচবেড়িয়ায় গ্রাম পঞ্চায়েতের মাঝে কুঞ্জপুর,কৃষ্ণপুর সহ আসপাশের বহু গ্রামের মানুষ। গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা প্রায় ১টা থেকে কল্মিজোড় থেকে টালিভাটা যাবার রাস্তার মাঝে কৃষ্ণপুরে কৃষ্ণপুরের পাশাপাশি কুঞ্জপুরের গ্রামের বেশকিছু মানুষ একাট্টা হয়ে বিক্ষোভে ফেটে পড়েন এবং দ্রুত এই রাস্তা সারাইয়ের দাবি তোলেন। গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েকবছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে আশপাশের ৪ থেকে ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন,কৃষকেরা টালিভাটা হাটে তাদের ফসল নিয়ে যান। রাস্তার বেহাল অবস্থায় সমস্যায় তারা। দাবি তোলের দ্রুত এই রাস্তা মেরামতের। তাঁরা স্পষ্ট জানান রাস্তার হাল না ফিরলে তারা এবার ভোট বয়কট করবেন। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন ঘটনা শুনেছি। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানিদের সাথে কথা বলে জানাচ্ছি। এমনও হতে পারে ওই রাস্তার কাজ ইতিমধ্যেই মঞ্জুর হয়ে গেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।