চন্দ্রকোণায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: ১৮ বছর এবং তার উর্ধ্বে সকল মানুষকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার লক্ষ্যে চন্দ্রকোণা বিধানসভার নির্বাচনী অধিকারীদের উদ্যোগে চন্দ্রকোণা মহাবিদ্যালয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা বিধানসভার নির্বাচন নিবন্ধীকরণ আধিকারিক ও ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, চন্দ্রকোণা ২ ব্লকের বিডিও অমিত ঘোষ, কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন গোস্বামী এবং আরও অনেকে। অনুষ্ঠানটিতে অর্জুনবাবুর নিজের লেখা একটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটিতে সাধারণ মানুষ ভোটার কার্ড বানাতে গিয়ে যে যে অসুবিধার সম্মুখীন হন সেগুলির সমাধান কিভাবে করতে হবে, মূলত সেই বিষয়েই সাবলীল ভাষায় নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটকটিতে অভিনয় করেন কলেজেরই ছাত্রছাত্রীরা। নাটক ছাড়াও প্রাচীন বাংলার লোকগানের মাধ্যমে মহকুমার এক বাউল সম্প্রদায় ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের বিভিন্ন বিষয়গুলি সুন্দর ভাবে তুলে ধরেন। অমিতবাবু জানান, সাধারণ যুবসমাজকে ভোটার তালিকায় নাম তুলতে উৎসাহিত করতে চন্দ্রকোণা বিধানসভার বিভিন্ন এলাকায় এই নাটক এবং গান মঞ্চস্থ করা হবে। অর্জুনবাবু বলেন, আগামী ১ নভেম্বর থেকে পুনরায় ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ও বিয়োজনের কাজ ব্যাপকভাবে শুরু হবে। পরবর্তী জানুয়ারী মাসে সংশোধিত ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। যেহেতু আগামী লোকসভা নির্বাচন এই তালিকার ওপর ভিত্তি করেই হবে, তাই এই বছর এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এই কাজ করার জন্য তিনি বিধানসভার সকলের সহযোগিতা প্রার্থনা করেন।নিজের লেখা নাটকটি সুন্দরভাবে মঞ্চস্থ করার জন্য তিনি মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।