দাসপুরে উত্তেজনা: পাড়ায় পানীয় জলের সঙ্কট,জল দিচ্ছে না বিজেপি?

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:পাড়ার পানীয় জলের টিউবওয়েল হঠাৎই বিকল,পাশের পাড়ায় জল আনতে যাওয়া নিয়ে বচসা হাতাহাতি। অন্যদিকে পাড়ার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা তাদের অন্যত্র গিয়ে জল নিতে দিচ্ছে না। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সোমবার রাত পর্যন্ত দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিম গ্রামের কারফার পাড়ায়। পড়ার প্রায় ২০টি পরিবারের অভিযোগ সোমবার সকালে পাড়ার টিউবওয়েল হঠাৎই বিকল হয়। পাশের পাড়ার টিউবওয়েল থেকে জল আনতে গেলে বচসা। পাড়ারই এক বাসিন্দা ওই টিউবওয়েল ভেঙে দেন। অভিযোগ অন্যদিকে ঘটনার জেরে পাড়ারই কিছু বিজেপি কর্মী ফতোয়া জারি করে ওই পাড়ার লোকেদের জল দেওয়া হবে না। সোমবারের সকাল থেকে রাত পানীয় জল না পেয়ে পাড়ার প্রায় ৪০ জন বাসিন্দা তীব্র জল সঙ্কটে।পরিস্থিতি সামাল দিতে ওই রাতেই কারফার পাড়ায় পৌঁছায় স্থানীয় ভিলেজ পুলিশ ও সিভিকরা। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ দোলই জানান ওই পাড়ার পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখে আগে থেকেই পাম্প বসানোর কাজ চলছিল। কাজ চলাকালীন পানীয় জলের সমস্যা। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে পাম্প বসানোর কাজ সম্পন্ন হবে এবং ওই পাড়া জল পাবে। তার মাঝে এই পানীয় জলের সঙ্কট মেটাতে ব্লকের সাথে কথা বলে পানীয় জল সরবরাহের ব্যবস্থা হবে। তবে বিজেপি ওই পাড়ার বাসিন্দাদের পানীয় জল নিতে দিচ্ছে না,কারফার পাড়ার বাসিন্দাদের এই অভিযোগ মানতে নারাজ ওই গ্রামেরই বাসিন্দা পাশাপাশি বিজেপির দাসপুর বিধানসভার মন্ডল সভাপতি আশিস দোলই। তিনি স্পষ্ট জানান দুই পাড়ার ঝামেলায় রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে তৃণমূল। মূল সমস্যা পাশের পাড়ার যে টিউবওয়েল থেকে জল পড়ছিল তার হ্যান্ডেল ভাঙাকে কেন্দ্র করে। জানা গেছে পাশের পাড়ার যে টিউবওয়েল ভেঙে দেওয়া হয়েছিল তা সারানো হয়েছে সোমবার রাতেই। তবে কারফার পাড়ার আবেদন দ্রুত তাদের পাড়ায় পানীয় জলের সমস্যার সমাধান করুক প্রশাসন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!