ঘাটাল মহকুমায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হল

তৃপ্তি পাল কর্মকার:  ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হল। আজ ৯ আগস্ট এই বিশেষ দিনটিকে উদযাপন করতে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাল থানার উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিটিটি অ্যান্ড বিএড কলেজের ক্যাম্পাসে আদিবাসী সম্প্রদায়ের নিয়ে এই অনুষ্ঠানটি পালিত হয়। উপস্থিত ছিলেন এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, সিআই অফ পুলিশ দেবাশিস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ওই কলেজের কর্ণধার রফিক আলি খান প্রমুখ। ওসি বলেন, এদিন ৪২ জন আদিবাসী ছাত্রছাত্রীকে ডিকসেনারি, বই, পেন, খাতা, স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ৩০ জন পুরুষ-মহিলা আদিবাসীকে যথাক্রমে লুঙ্গি ও শাড়ি এবং মাস্ক দেওয়া হয়।
দাসপুর-১ ব্লকের রামদেবপুর এবং বালিপোতা এলাকায় এই বিশেষ দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা রাকেশ নায়েক বলেন, সাংবিধানিক অধিকারের দাবিতে আজ হো, মুণ্ডা, লোধা, ওরাং, সাঁওতাল সহ ১০৮ টি আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২০০ জন ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়া চন্দ্রকোণা থানার উদ্যোগে ক্ষীরপাই টাউন হলে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হল।   ওই অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে  আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে বস্ত্র তুলে দেয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্ষীরপাইয়ের অনুষ্ঠানেও এসডিপিও, চন্দ্রকোণার বিধায়ক ছায়া দোলই, চন্দ্রকোণা থানার ওসি প্রমুখ উপস্থিত ছিলেন। •অনুষ্ঠানের ভিডিও দেখতে চাইলে ▶️এখানে ক্লিক করুন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!