ঘাটালে লকডাউনের মাঝেই চলবে যোগাসন প্রতিযোগিতা

সংহিতা শিরোমনি: ইমিউনিটি বাড়াতে যোগ ব্যায়ামের বিকল্প নেই। এই লক ডাউনের সময় যোগ ব্যায়ামটা অত্যন্ত জরুরি। তাই যোগ ব্যায়ামে উৎসাহ দিতে এবং এক ঘেয়েমি কাটাতে ঘাটালে অনলাইন যোগাসন প্রতিযোগিতার ব্যবস্থা করল ঘাটালের একটি যোগ ব্যায়াম প্রশিক্ষণ সংস্থা। বাড়িতে বসেই ঘাটাল মহকুমার ছেলে মেয়েরা যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারে পুরস্কার। লক ডাউনে এমনই অভিনব পন্থা নিল রামধনু যোগা সংস্থা। তিন থেকে নয় বছর ও নয় থেকে আঠারো বছরের মধ্যে বালক বালিকার দুটি বিভাগে এই যোগা প্রতিযোগিতাটি হচ্ছে। বাড়িতে থেকেই ফ্রন্ট বেণ্ডিং, ব্যাক বেণ্ডিং ও ব্যালেন্সের উপর তিনটি যোগার ভিডিও পাঠাতে হবে 8145653499 এই নাম্বারে। ভিডিওগুলি পাঠাতে হবে ১০ই মে রবিবারের মধ্যে। ওই ভিডিওগুলির মধ্যে থেকেই প্রত্যেক বিভাগের প্রথম পাঁচ জনকে পুরস্কৃত করা হবে। লক ডাউন খোলার পর স্কুল ভিত্তিক ওই পুরস্কার বিজয়ীদের হাতে পাঠিয়ে দেওয়া হবে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে বাড়ির অভিভাবকদেরও উচিত নিয়মিত কিছু যোগ ব্যায়াম করা। তবেই আমরা নিরোগ থাকতে পারব। হারাতে পারব মারণ করোনা কেও। প্রতিযোগিতার নিয়ম ও নির্দেশাবলিগুলো  সরাসরি ওই সংস্থার কর্ণধার বাপন মান্নার কাছ জানতে নিচের ভিডিওটিতে ক্লিক করতে পারেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!