মুসুর ডালে জম্মু-কাশ্মীরের ৩৭০ এর স্মৃতি তুলে ধরলেন দাসপুরের যুবক

আজ মঙ্গলবার সকালেই ক্ষুদ্রাতিক্ষুদ্র মুসুর ডালের উপর গত কাল থেকে চর্চিত জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ছবি এঁকে তাক লাগিয়েছেন দাসপুরের চিত্র শিল্পী বিমান আদক।

সম্প্রতি জম্মু কাশ্মির থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে ভারত সরকার। মুসুর ডালের ওপর ভারত মাতার মস্তিষ্ক জম্মু কাশ্মীর ও লাদাখ, তিনটি সংখ্যার ৩৭০ ধারার অবলুপ্তিতে- বদলেছে মানচিত্র । ভারত সরকারের এই পদক্ষেপ দাসপুর নাড়াজোলের চিত্র শিল্পী বিমান আদক ক্ষুদ্র মুসুর ডালের মধ্যে ফুটিয়ে তুললেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!