ঘাটালে ভোট প্রচারে ঝড় তুললেন বামপ্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচন দোর গড়ায়। ঘাটাল লোকসভা কেন্দ্রটি সারা রাজ্যবাসীর নজরে রয়েছে। কারণ এই কেন্দ্রেই হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। তৃণমূলের দীপক অধিকারী, বিজেপির ভারতী ঘোষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সিপিআই প্রার্থী। সেই তপন গঙ্গোপাধ্যায়ই আজ ২৩ মার্চ ঘাটালে নির্বাচনী প্রচারে এসে স্থানীয় সংবাদের সিনিয়র সাংবাদিক অরুণাভ বেরাকে একান্ত সাক্ষাৎকার দিলেন। সঙ্গে ক্যামেরায় ছিলেন চন্দ্রা গুঁই। কী বললেন ওই প্রবীণ রাজনীতিবিদ তপনবাবু? সেটা শোনার জন্য এই ভিডিওটি দেখুন।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...