কুমারেশ চানক: রক্তের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]সংকট মেটাতে ঘাটাল মহকুমায় বিভিন্ন জায়গায় রক্তদান শিবির চলছে। রক্তের চাহিদা পূরণে এবার এগিয়ে এল মনশুকা মাধবচক মিলন সংঘ। ওই ক্লাবের উদ্যোগে আজ ১৪ফেব্রুয়ারি সোমবার ক্লাব প্রাঙ্গনে শিবিরটি আয়োজন করা হয়। ওই ক্লাবের সদস্য মানস পাত্র বলেন, আজকের শিবিরে ১৫ জন মহিলা সহ ৫৭ জন রক্ত দান করেছেন। এর আগেও আমাদের ক্লাবের সদস্যরা বিভিন্ন কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতেও থাকবো এই অঙ্গীকার করেন মানস বাবু।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...