দুই ভাইয়ের বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবির নন্দনপুরে

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের মহকুমা শাসকের অনুপ্রেরণায় ছেলেদের বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করলেন দাসপুর-১ ব্লকের নন্দনপুরের দুই ভাই। নন্দনপুর-১ গ্রাম পঞ্চায়েতের তিলন্দ গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মাইতি ও বিনয় মাইতি নিজেদের ছেলেদের বৌভাতের অনুষ্ঠানে রক্তদান শিবির করে এলাকায় নজির গড়লেন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তাঁদের অনুপ্রাণিত করেছেন এই রক্তদান শিবিরে। তাই আজ ৮ মে তাঁদের ছেলেদের বৌভাতের অনুষ্ঠান, সেই সঙ্গে আজ বিশ্ব মাতৃদিবস, থ্যালাসেমিয়া দিবস ও রেডক্রশ দিবসের দিন রক্তদান শিবিরের আয়োজন করলেন তাঁরা। দুই নবদম্পতি অরিন্দম মাইতি ও শিল্পা মাইতি এবং অনির্বাণ মাইতি ও অর্পিতা মাইতির গতকাল ৭ মে বিয়ে ছিল। অরিন্দমবাবু পেশায় একজন ডাক্তার তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের বিয়েতে অন্যান্য সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি একটি রক্তদান শিবির করবেন। তাঁর এই উদ্যোগকে সমর্থন করেছেন ভাই অনির্বাণ। অনির্বাণবাবু প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। দুই ভাইয়ের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন তাঁদের পরিবারের লোকজনও।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজকের রক্তদান শিবিরে ছ’জন মহিলা সহ মোট ৪০ জন রক্তদান করেছেন। দুই নব দম্পতি ছাড়াও বিয়ে বাড়িতে উপস্থিত থাকা অতিথিরাও রক্তদান করেছেন। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেছে রক্তদান শিবির থেকে।

দুই নবদম্পতিকে আশীর্বাদ করে মহকুমা শাসক বলেন, শুধুমাত্র ক্লাব, সংগঠনগুলিকে রক্তদান শিবির করতে হবে এমন কোনও কথা নেই। এই ধরনের পারিবারিক অনুষ্ঠানগুলিতেও যদি রক্তদান শিবির করা যায় তাহলে গ্ৰীষ্মকালীন যে রক্তের সংকট তা অনেকটাই পূরণ হবে। তাই পারিবারিক অনুষ্ঠানগুলিতে রক্তদান শিবির করার বার্তা দেন মহকুমা শাসক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!