চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু জিপিতে দুই জা দুই দলের প্রার্থী

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: শাসক বিরোধীর দুই দলেই প্রার্থী নিয়ে দড়ি টানাটানি, তাই এক পরিবারের দুই জা-কে দুই ফুলে প্রার্থী করল তৃণমূল-বিজেপি।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ১৯৪ বুথের কাশকুলি গ্রামের ঘটনা। কাশফুলি গ্রামের মূলা পরিবারের মিতালী মূলা ও মামনি মূলাকে তৃণমূল ও বিজেপি দুই দলই প্রার্থী করল। মিতালী দাঁড়িয়েছেন, বিজেপিতে এবং মামনি দাঁড়িয়েছেন তৃণমূলে। একই সাথে খাওয়া-দাওয়া, রান্না করা থেকে আনাজ কাটা, বাড়ির হেঁসেলের কাজ দুই জা হাতে-হাত মিলিয়ে করেন। কারণ তাঁরা মনে করেন, রাজনীতি রাজনীতির জায়গায় আর পরিবার পরিবারের জায়গায়। রাজনীতির সঙ্গে যার কোনও সম্পর্ক নেই। দুই জা বলেন, দু’জনে বিপরীত দল থেকে দাঁড়ালেও আমাদের সকাল থেকে সমস্ত কাজ শুরু দু’জনে একসঙ্গে হাতে হাত লাগিয়ে। এমনকি আমাদের মধ্যে যেই ভোটে জিতুক আমরা তা নিয়ে কখনোই হিংসা করবো না।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]