দুঃস্থ রোগীদের জন্য খোলা হল ‘স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র’

সুরজিৎ ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: এক অভিনব উদ্যোগ দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েত এলাকার চৌকা আশাপথ সংঘের। এলাকার দুস্থ ও সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার স্বার্থে আজ ৮ জুলাই থেকে শুরু হল ‘স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র’। যেখানে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন এমবিবিএস ডাক্তারবাবুরা রোগী দেখবেন। সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা গুলি দূর করার চেষ্টা করা হবে ডাক্তারবাবুদের দ্বারা। এমনকি দুঃস্থ রোগীদের জন্য মেডিসিনের ব্যবস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। আজকের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটি উদ্বোধন করলেন ঘাটাল মহকুমা হাসপাতালের বিশিষ্ট ডাক্তারবাবু ডাঃ শোভন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ উপেন্দ্রনাথ চৌধুরী (এমবিবিএস), জেনারেল ফিজিসিয়ান পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর। আজকের অনুষ্ঠানটি উপলক্ষ্যে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। এলাকার মানুষজন এই ‘স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র’ দ্বারা উপকৃত হবেন বলে আশাবাদী।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।