ঘূর্ণিঝড় মোকাবিলায় দাসপুর-১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:ধীরে ধীরে শক্তিক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদের। তবুও আমফান, ইয়াসের সময়কার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার আরও সতর্ক দাসপুর-১ ব্লক প্রশাসন। সাইক্লোন মোকাবিলায় এবার একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর। পাশাপাশি দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। আজ শনিবার সুনীলবাবু জানান,দাসপুর-১ ব্লক এলাকার মাটির বাড়ির বাসিন্দাদের স্থানীয় সরকারি স্কুল বা সরকারি ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে,বিশটি গ্রাম পঞ্চায়েত বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে রাস্তা ব্লক হলে বা যাবতীয় বিপর্যয়ের মোকাবিলায় দাসপুর-১ ব্লক প্রশাসনের তরফে বিশেষ বিপর্যয় মোকাবিলা টিম আধুনিক সমস্ত যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত আছে। তিনি আরও জানান,ইতি মধ্যেই গ্রামে গ্রামে মাইক প্রচার করে কৃষকদের মাঠের পাকা ধান থেকে অন্যান্য শস্য মাঠ থেকে তুলে নিতে বলা হয়েছে। এলাকার প্রায় বেশিরভাগ কৃষকই তাদের মাঠের ফসল ঘরে তুলে নিয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/