ডেঙ্গু থেকে বাঁচতে গান বাঁধলেন দাসপুরের ভাইবোন

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: হঠাৎ করেই ডেঙ্গুর হানা সারা বাংলায়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে আক্রান্তের হার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] যথেষ্ট। মশাবাহিত রোগ এই ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করতে অভিনব উদ্যোগ দাসপুর-১ ব্লকের রামদেবপুরের এক যুবক অভিজিৎ জানার। ডেঙ্গুর সচেতনতায় গান বেঁধে বেশ সাড়া ফেলেছেন অভিজিৎ। অভিজিতের সে গান গেয়েছে তাঁরই বোন সুচরিতা। আজ বুধবারের সকালে অভিজিৎ জানাচ্ছেন, তাঁর এই গান ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। সর্বজনীন দুর্গোৎসব থেকে লক্ষ্মী পুজো মণ্ডপে মণ্ডপে বাজছে এই গান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!