তৃণমূলকে জবাব দিতে রবিবার ঘাটালে দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা: বিজেপির কর্মীর ওপর নানান অত্যাচারের জবাব দিতে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ঘাটালে আসবেন। আগামী ২৫ আগস্ট সকাল ৯টার সময় ঘাটাল-ক্ষীরপাই সড়কের বরদা চৌকান সংলগ্ন এলাকায় দিলীপবাবু একটি জনসভা করতে আসবেন বলে দলের ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা আইনজীবী রামকুমার দে জানিয়েছেন।
সোমবার ১৯ আগস্ট রাতে বরদা এলাকায় মারিচ্যাতে বিজেপির বেশ কিছু দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, তৃণমূলের কর্মীরাই বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার কাজ করেছিলেন। পতাকা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ২০ আগস্ট সন্ধ্যায় বরদাতে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির কর্মীদের মারধর করা হয়। যদিও তৃণমূল নেতা সুদীপ মণ্ডল বলেন, ওই এলাকায় বিজেপিই উত্তেজনা ছড়াচ্ছে।
দিলীপ ঘোষ এমনিতেই এই মহকুমায় রাজনৈতিক কর্মসূচি অঙ্গ হিসেবে একটি জনসভা করতেন। কিন্তু বরদাতে বিজেপির কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদেই হিসেবেই জনসভার স্থান হিসেবে বরদা এলাকাটি বেছে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!