করোনা রোধে বাড়তি সতর্কতা ঘাটালে,জীবাণু মুক্ত হচ্ছে জনবহুল এলাকা

ঘাটাল মহকুমায় ক্ষীরপাই এ আবার করোনা আক্রান্তের খবর ইতি মধ্যেই মহকুমা বাসীর দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। ঘাটাল মহকুমায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫, যাদের মধ্যে ৪ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

তবে পরিসংখ্যান বলিছে সারা দেশের মধ্যে আমাদের রাজ্যেই শতাংশের বিচারে মৃত্যুর হার বেশি। বিভিন্ন সংবাদ সংস্থা জানাচ্ছে বাংলায় করোনায় মৃত্যুর হার ১৩.২ শতাংশ, যা যে কোনও রাজ্যের তুলনায় বেশি।

তবে ঘাটালের পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যথা সাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনা প্রতিরোধে বিভিন্ন বাজার,ব্যঙ্ক,সরকারি প্রতিষ্ঠান যেগুলিতে মানুষের সমাগম বেশি সেই সমস্ত জায়গাগুলি নিয়মিত স্যানিটাইজেশনের মাধ্যমে জীবানু মুক্ত করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।

সেই লক্ষ্যেই আজ বৃহস্পতিবার দাসপুর ১ নম্বর ব্লকের নাড়াজোল সিঙ্গাঘাই ও লঙ্কাগড় বাজার জীবানু মুক্ত করার কাজ করল ঘাটাল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও আধিকারিকরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!