ঘাটাল আদালত চত্বরে সরকারি আইনজীবীর বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল

রবীন্দ্র কর্মকার ও আকাশ দোলই: ঘাটাল মহকুমা আদালত চত্বরে সরকারি আইনজীবীর বিরুদ্ধে পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে। আজ ২৬ এপ্রিল ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নৈমুদ্দিন আহম্মেদের রঙিন ছবি সহ বেশ কয়েকটি পোস্টার আদালত চত্বরে দেখা যায়। পোস্টারটিতে নৈমুদ্দিন আহম্মেদের রঙিন ছবি রয়েছে, যার নীচে অসম্পূর্ণ বাক্যে লেখা রয়েছে – “আসামির জামিন করাতে চান কি? যোগাযোগ করুন সরকারি উকিল নৈমুদ্দিন আহম্মেদ।”

আদালত চত্বরে পোস্টার পড়ার কথা স্বীকার করেছেন ঘাটাল মহকুমা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে। তিনি বলেন, কয়েকটি পোস্টার দেখেছি, কে বা কারা ফেলেছে জানি না।

এ ব্যাপারে নৈমুদ্দিন আহম্মেদ অন ক্যামেরা কিছু না বললেও, তিনি ওই পোস্টারের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পোস্টার পড়েছে বলে শুনেছি। এই চেয়ারে বসে সঠিক পথে কাজ করলে অনেকেরই শক্র হতে হয়। তাই পোস্টার নিয়ে আমি কোনও মাথা খামাচ্ছি না। আর সত্যিই যদি আমি অনিয়ম করে থাকি তাহলে আমার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর সাহস দেখাতে পারতো তারা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!