জগন্নাথ গোস্বামী আবার কংগ্রেসে ফিরছেন

নিজস্ব সংবাদদাতা: জগন্নাথ গোস্বামী   আবার কংগ্রেসে ফিরবেন। আজ বিকেলে ঘাটাল শহরের কুশপাতার একটি লজে  কংগ্রেসের কর্মী বৈঠকে তিনি আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগদান করবেন। কংগ্রেসের ঘাটাল টাউন সভাপতি শশধর মণ্ডল বলেন, এক সময় উনি ঘাটাল মহকুমায় কংগ্রেসের অভিভাবক ছিলেন। কোনও কারণে তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন। আজ তিনি আবার ফিরে আসবেন। তাই তাঁকে সসম্মানে আমাদের অভিভাবক হিসেবেই গ্রহণ করে নেব। প্রসঙ্গত, বর্ষীয়ান এই নেতা ২০১৮ সালের ৫ অক্টোবর ঘাটাল টাউনহলে বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অন্তরা ভট্টাচার্য্যর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন।  দেড় বছর পরে জগন্নাথবাবু   আবার তার পুরানো দল জাতীয় কংগ্রেসেই ফিরে আসছেন।   জগন্নাথবাবু প্রায় ২৫ বছর দলের জেলা সহ-সভাপতি ছিলেন। তিনি এআইসিসি সদস্য ছিলেন। দাপুটে এই নেতা সিপিএমের আমলে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন কিন্তু দল ছাড়েননি। কংগ্রেসের প্রতি আস্থা হারিয়ে বিজেপিতে যোগদান প্রথমের দিকে একটু আলোচনার বিষয় ছিল মানুষের কাছে। কিন্তু বিজেপিতে জগন্নাথবাবু সেভাবে গুরুত্ব পাচ্ছিলেন না। এমনকী নিজের ওয়ার্ডেও গুরুত্ব ছিল না গত এক বছরে। ১৪ নাম্বার ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি ছিলেন না। তাঁর পাশে ছিলেন কয়েকজন পুরানো অনুগামীরাও। বিগত কয়েক মাস আগে তিনি প্রায়ই অনুগামীদের কাছে বিজেপি নিয়ে তাঁর ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। যেকোনও মুহূর্তে তিনি কংগ্রেসে যোগ দেবেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল। এত দিন তিনি দলে   না থাকায় আর এক নেতা অশোক সেনগুপ্তর উত্থান হয়েছে। অশোকবাবুর সাথে পুরানো গোষ্ঠীদ্বন্দ্বের কথা সবাই জানেন। ফের জগন্নাথবাবু দলে ফিরে এলে দ্বন্দ্ব শুরু হবে, নাকি সহাবস্থান হবে তা সময়ই বলবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!