বাবলু সাঁতরা: গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করোনা পরীক্ষার কর্মসূচি হ’ল চন্দ্রকোণায়। আজ ২১ সেপ্টেম্বর সোমবার চন্দ্রকোণা-২ ব্লকের বান্দিপুর-২ গ্রাম পঞ্চায়েতের ধান্যগাছি এলাকায় পঞ্চায়েত কার্য্যালয়ে করোনা পরীক্ষার শিবির করা হয়। বান্দিপুর-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এদিন শিবিরটি হয়। পঞ্চায়েত স্তরে এলাকার মানুষদের করোনা পরীক্ষা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ। এদিন শিবিরে ১৮ জন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করান।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...