দাসপুরের দুঃস্থ ও দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মনে রাখলেন ঘাটাল মহকুমাশাসক

সৌমেন মিশ্রঃধারণতন্ত্র দিবসে ঘাটালের মহকুমাশাসক মনে রাখলেন দাসপুর বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠে স্নেহের দুঃস্থ ও দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের। ওরা চোখে দেখেনা নিজের পরিবারেই ওরা ব্রাত্য,তাই ওদের শিক্ষা,থাকা খাওয়া চলছে নানান স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক আনুকুল্যে। দাসপুরের নিম্বার্ক মঠে রয়েছে এমনই সব দুঃস্থ দৃষ্টিহীন ছাত্রছাত্রী,যারা নিজের পায়ে দাঁড়াতে ব্রেইল পদ্ধতিতে নিরলস পরিশ্রমে পড়াশুনার মাধ্যমে জীবনে কিছু করে দেখাতে চায়।

আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যেবেলা ঘাটালের মহকুমাশাসক সেইসব ছেলেমেয়েদের জন্য খাবার পাঠালেন,জানালেন শুভেচ্ছা। মঠের অধ্যক্ষ সুবাস ত্রিপাঠী জানান,মহকুমাশাসক নিজে তাঁকে ফোনে জানান,বিশেষ কারন বসত তিনি নিজে উপস্থিত না থাকতে পারলেও মঠের ছেলে মেয়েদের জন্য তিনি কর্মী মারফৎ খাবার পাঠালেন। মহকুমাশাসক অসীম বাবুর এমন ভাবনা এবং এমন বিশেষদিনে মঠের এই দুঃস্থ ও দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মনে রাখায় আপ্লুত মঠ অধ্যক্ষ এবং ছাত্রছাত্রীরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!