বরুণা স্কুলের শিক্ষকদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হল

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:প্রবল বর্ষণের কারণে খেপুত দক্ষিণবার গ্ৰাম পঞ্চায়েতের চন্দ্রেশ্বর খাল তীরবর্তী অঞ্চলে বসবাসকারী বাসিন্দারা গৃহহীন হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে ওইসব বাসিন্দারা পঞ্চাননতলা প্রাথমিক বিদ্যালয় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু গৃহহারা ওইসব বাসিন্দারা তেমন ভাবে কোনো খাদ্যের জোগাড় করতে পারেননি। স্থানীয় কিছু ক্লাব,সংস্থা থেকে অল্প সাহায্য পেয়েছেন। বন্যা দুর্গত ওই সমস্ত মানুষদের জন্য এবার এগিয়ে এলেন দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের শিক্ষকেরা। আজ ২০ জুন বরুণা হাইস্কুলের শিক্ষকেরা নিজেরা উদ্যোগ নিয়ে ত্রাণ বিতরণ করলেন খেপুত দক্ষিণবার গ্ৰাম পঞ্চায়েতের তেঁতুল তলা সংলগ্ন এলাকার দুর্গত বাসিন্দাদের। ত্রাণ শিবিরে দুর্গত মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী । প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে ত্রাণ হিসেবে চাল, মুড়ি, বিস্কুট, ছোলা, মুসুর ডাল ও আরও অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এগুলি ছাড়াও করোনা বিধি মেনে চলার জন্য মাস্ক দেওয়া হয়েছে। প্রায় ৩৫ টি পরিবারের হাতে আমরা এইসব জিনিসগুলি তুলে দিয়েছি।
স্কুলের সহকারী শিক্ষক শান্তনু পাঠক,স্বরাজ কুন্ডু, তাপস পাত্র, অষ্টম বেরা সহ অন্যান্য শিক্ষকেরা জানান, তাঁরা প্রাথমিক ভাবে এইসব সামগ্ৰী তুলে দিয়েছেন। পরে ছোট ছোট শিশুদের হাতে জামা-কাপড় দেওয়ার ব্যবস্থা করবেন। ওইসব দুর্গত মানুষদের কী কী প্রয়োজন তা তাঁরা জানচ্ছেন, পরে সেগুলি দেওয়ার চেষ্টা করবেন।
সুজিতবাবু জানিয়েছেন, দাসপুর-২ ব্লকের বিডিও-র সাথে কথা বলে ওই সমস্ত দুর্গতদের জন্য নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015