দাসপুরে মাছ ধরতে গিয়ে মিলল অজগর

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে চকসুলতানের বাসিন্দারা একটা  পাহাড়ি অজগর সাপ দেখতে পান মাছের ঘুনিতে। পলাশপাই খালে মাছ ধরার ঘুনিতে স্বল্প পরিসরে আটকা ছিল সাপটি। আজ ২১ মে সকাল পাঁচটা নাগাদ বনদপ্তরে খবর দেন এলাকার মানুষ। মুখে মুখে অজগর সাপের খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে প্রচুর মানুষ ভিড়  জমান। বনদপ্তরে খবর দেওয়া হয়,  বনদপ্তরের রিকোভারি টিমের সদস্যরা সকাল সাতটার মধ্যেই চলে আসেন  ততক্ষণে সাপটি মারা গিয়েছে।মৃতসাপটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়। বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, সাপটি কোনভাবে খাল বেয়ে বা জঙ্গল মহল থেকে আসা মোরাম বা কাঠের গাড়িতে চলে এসেছিল। এখানেই ঝোপ ঝাড়ের মধ্যে হয়তো বড়ো হচ্ছিল। আপনারা কোনভাবে এই ধরণের পাহাড়ি এলাকার সাপ দেখতে পেলে আমাদের খবর দেবেন। আমরা উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। কেউ আঘাত করবেন না। এরা চেহারায় বড়ো হলেও নির্বিষ। ভয় পাবার কারণ নেই। আমার আপনার মত ওদেরও বাঁচার সমান অধিকার পৃথিবীতে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।