একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রত্যাহারের দাবি নিয়ে স্মারকলিপি

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: এসইউসি’র ছাত্র সংগঠন এআইডিএসও’র ঘাটাল ইউনিটের উদ্যোগে একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল ও ঘাটাল বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে স্মারকলিপি  দেওয়া হয়। আজ ২০ জুলাই ওই স্মারকলিপি দেওয়া হয়। এআইডিএসও’র সদস্যরা জানান, শহরের ওই দুটি নামী স্কুলের ফর্মের দাম ৫০-৬০টাকা করে।   ঘাটাল বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে কলা বিভাগে ভর্তি ফি ৮০০  টাকা ও বিজ্ঞান বিভাগে ভর্তি ফি ১১০০  টাকা করে নেওয়া হচ্ছে। সেটা আমরা কোনও ভাবেই মেনে নেব না। তাই

আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।  সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপঙ্কর মাইতি বলেন,  ছাত্র সংগঠনের  ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের দ্বাদশ শ্রেণিতে ভর্তির সময় ফি মকুবের দাবিতে এআইডিএসও’র নেতৃত্বে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ আন্দোলন সংঘটিত হয়েছিল। আজ প্রধান শিক্ষক আমাদের জানিয়েছেন ম্যানিজিং কমিটিতে আলোচনা করে এবারের ভর্তিতে প্রায় ৫০০  টাকার মতো ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা   প্রতিটি স্কুলের

ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের কাছে এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। দীপঙ্করবাবু  আরও বলেন, আজ আমাদের সংগঠনের ডাকে পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শকের  অফিসে বিক্ষোভ অবস্থান ও ঘেরাও আন্দোলনের কর্মসূচি চলছে এবং আগামী ২৬  জুলাই রাজ্যজুড়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের ফি মকুবের দাবিতে পথ অবরোধের কর্মসূচি পালিত হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015