মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৮মে ঘাটাল রাধারাণী সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক কৃষক ও ক্ষেতমজুরের উপস্থিতিতে মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। সমস্ত কৃষিপণ্যের সহায়ক মূল্য নিশ্চিত করা, সস্তাদরে কৃষি উৎপাদনের উপকরণ ও বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ বিল ২০২০ বাতিল, নদী ও খালগুলি পূর্ণ সংস্কার, বন্যা সমস্যার সমাধান, ঘাটাল মাস্টার প্ল্যান চালু সহ বিভিন্ন দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে যুগ্ম সম্পাদক প্রদীপ মল্লিক ও সুব্রত মাজী, অশোক মণ্ডলকে সভাপতি করে ৪০জনের কমিটি গঠিত হয়। উক্ত সম্মেলনে পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক জগদীশ সাউ ও জেলা সভাপতি উৎপল প্রধান উপস্থিত ছিলেন। সকল বক্তারা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সহ সমূহ দাবিতে দীর্ঘতর আন্দোলনের জন্য কৃষকদের ঐক্যবদ্ধ করার জন্য আবেদন করেন।
এই মুহূর্তে
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আইন মানাতে খড়ারে পুলিশের অভিযান
রবীন্দ্র কর্মকার: ১ জুলাই থেকে দেশজুড়ে লাগু হয়েছে ৭৫ মাইক্রনের নিচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ আইন, এই আইনের আওতায় রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক...