সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: অবশেষে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার ৯টি ব্লক ও পাঁচটি পৌর এলাকার কমিটি তৈরি হল। আজ মঙ্গলবার বিকেলে দাসপুরের মিলন মঞ্চ থেকে সেই কমিটির তালিকা সংশ্লিষ্ট ব্লক সভাপতিদের হাতে তুলে দিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমটির সভাপতি আশিস হুদাইত। উল্লেখ্য কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য থেকে ব্লকের সভাপতি এবং সহ-সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু ব্লক ভিত্তিক কমিটির তালিকা প্রকাশ করা হয়নি। আজ সেই কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করলেন আশিসবাবু। দাসপুরের মিলন মঞ্চ থেকে ঘাটাল এবং দাসপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিদের হাতে আশিসবাবু কমিটির লিস্ট তুলে দেন।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...