দাসপুরে ২০০ জন তৃণমূল ছেড়ে সিপিএমে

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: এবার দাসপুরে তৃণমূলে বড়সড় ভাঙন ১০ নয় ২০ নয় [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এক সাথে ২০০ জন তৃণমূল কর্মী সমর্থক যাদের মধ্যে বুথ স্তরের সভাপতি সদস্যরাও রয়েছেন, দলীয় ঘাস ফুলের পতাকা ছুঁড়ে ফেলে লাল পতাকা হাতে তুলে নিলেন। এমনটাই দাবি দাসপুর-২ ব্লক সিপিএমের। আর এমনই নজিরবিহীন ঘটনা স্বয়ং তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতির ব্লকেই, যে ব্লকের তিনি আবার ব্লক সভাপতিরও দায়িত্বে।জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে সিপিএমের সোনাখালি এরিয়া কমিটির উদ্যোগে আজ ১ জুলাই শুক্রবার বিকেলে দাসপুর-২ ব্লকের বিষ্ণুপুর থেকে রাজারমোড় পর্যন্ত তৃণমূল সরকারের নানান দুর্নীতির বিরুদ্ধে এক মিছিল করা হয়। মিছিল শেষে রাজার মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সিপিএমের দাবি,ওই সভায় তৃণমূল ছেড়ে লাল পতাকা হাতে নিয়ে তাদের দলে যোগদান করেন প্রায় ২০০ জন তৃণমূল কর্মী-সমর্থক। তাদের মধ্যে তৃণমূলের এক বুথ সভাপতিও রয়েছেন। এদিন তাদের হাতে সিপিএমের দলীয় পতাকা তুলে দিলেন সিপিএমের সোনাখালি এরিয়া কমিটির সম্পাদক অমল ঘোড়াই। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য রঞ্জিত পাল,সিপিএমের সোনাখালি এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক অজিত বুড়াই, সিপিএমের প্রাক্তন জেলা পরিষদের সদস্য শংকর সাঁতরা এবং স্থানীয় সিপিএম নেতা হাসিবুর রহমান সহ আরও অন্যান্যরা। পথসভায় বক্তৃতা রাখতে গিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে তীব্র ক্ষোভ উগরে দেন সদ্য তৃণমূল থেকে সিপিএমে যোগদানকারী ব্যক্তিত্বরা। তাঁদের অভিযোগ দাসপুর-২ ব্লক জুড়ে শাসকদলের তরফে চরম দুর্নীতি চলছে। উন্নয়নের নামে চলছে স্বজনপোষণ। এদিন সিপিএমে যোগ দেন সাহাচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের তৃণমূলের ১২২ নম্বর বুথের সভাপতি শেখ সোভান আলি এবং ওই বুথেরই শাখা সম্পাদক শেখ জাকির হোসেন। তাদের অভিযোগ, তৃণমূল পরিচালিত দাসপুর-২ পঞ্চায়েত সমিতির খাদ্য- কর্মাধ্যক্ষ কৈশোর আলি বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার চালাত, সে কারণেই তাদের দল ত্যাগ। দলবদলের এই নজির বিহীন ঘটনায় তৃণমূল দলে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তবে যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ কৈশোর আলি স্পষ্ট জানান,এরা নাকি তাঁদের বুথ স্তরের নেতা তো দূরের কথা, সমর্থকও নয়। পাশাপাশি তিনি জানান, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে এবং সাজানো। আমরা স্থানীয় সংবাদ এর তরফে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তথা দাসপুর-২ ব্লক তৃণমূল সভাপতি আশিস হুতাইদের সাথে। কিন্তু আশিসবাবুর সাথে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। তবে দাসপুর-২ ব্লকে তৃণমূলর এই ভাঙন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে বড়সড় প্রভাভ ফেলবে তা বলাই বাহুল্য।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।