UUPTWA এর ডাকে পুরুলিয়ায় রক্তদান শিবিরেও ব্যাপক সাফল্য

শিক্ষকদের শিক্ষাদানই প্রধান ও একমাত্র কাজ। তবুও আজকাল শিক্ষকে তার পারিশ্রমিকের জন্যও লড়তে হচ্ছে। নিজেদের পারিশ্রমিক পেতে রাস্তায় পর্যন্ত নামতে হচ্ছে শিক্ষকদের।

প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাএসোসিয়েশান (UUPTWA) লড়ছে শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তনের দাবিতে। লক্ষ্য বেতন কাঠামো পরিবর্তন হলেও সমাজকে শিক্ষা দেওয়াই যে শিক্ষকের প্রধান কাজ তা বুঝিয়ে দিল আজ শিক্ষকদের দ্বারা আয়োজিত এক রক্তদান শিবিরের মাধ্যমে।

UUPTWA এর উদ্যোগে আজ পুরুলিয়ার কেন্দা চক্রে একটি বৃহত্তর রক্তদান শিবিরের আয়োজিত হল । এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে সংগঠনের শতাধিক শিক্ষক-শিক্ষিকা স্বেচ্ছায় রক্তদান করলেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

UUPTWA এর রাজ্যকমিটির সম্পাদক পৃথা বিশ্বাস এই রক্তদান শিবিরে হাজির ছিলেন।তিনি বলেন,শুধু বেতনকাঠামো পুনর্বিন্যাসের আন্দোলন নয়,উস্থি ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাএসোসিয়েশান তার সামাজিক দায়বদ্ধতা পালনেও অগ্রণী ভূমিকা নিচ্ছে। এর আগে আমরা কেরল বন্যাত্রানে অংশগ্রহণ করেছি,পাশে দাঁড়িয়েছি হুগলীর অসুস্থ শিক্ষকের। এবার স্বেচ্ছায় রক্তদান। জনসংখ্যা বৃদ্ধির সাথে বাড়ছে অসুস্থতা,তাল মিলিয়ে রক্তের চাহিদাও সমান হারেই বেড়ে চলেছে। পুরুলিয়ার কেন্দায় আজ রক্তদান শিবিরে প্রায় দেড়শো শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছায় রক্ত দান করেছেন।

রক্তদান শেষে উস্থির সাধারণ সভা

রক্তদান শিবিরের পরে UUPTWA এর পক্ষে একটি সাধারণ সভার আয়োজন করা হয় সেখানে পৃথা দেবি জানান,আগামী ২৭ ডিসেম্বর তাঁদের সংগঠনের পক্ষে এমনই এক স্বেচ্ছায় রক্তদান শিবির হতে চলেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর উত্তর চক্রে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!