ভিআরপি দের কাজে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ দাসপুর-১ ব্লক প্রশাসনের

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা থেকে ডেঙ্গু অন্যদিকে দুয়ারে সরকার থেকে পাড়ায় সমাধান, গ্রামে গ্রামে ভিআরপি দের ভূমিকা অনস্বীকার্য।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
সম্প্রতি তাদের ভাতা নিয়ে সমস্যা হলেও এখন তা অনেকটাই স্বাভাবিক। সামনে আসছে বর্ষা আর বর্ষা মানেই জমা জলে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। শুধু ডেঙ্গু নয়, গ্রামে গ্রামে উপদ্রব বাড়ে বিভিন্ন প্রকার পোকামাকড়েরও। তাই এই বর্ষার প্রাক্কালে আজ বৃহস্পতিবার দাসপুর-১ ব্লকের ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনদেরকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হল দাসপুর-১ ব্লক প্রশাসনের তরফে। সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন দাসপুর-১ এর বিডিও বিকাশ নস্কর, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক সহ একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সুনীলবাবু জানান, দাসপুর-১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতে মোট ৯৭ জন ভিআরপি আছেন। গ্রামবাসীদের বিপদ-আপদে তারা সর্বদা পাশে থাকেন। নিয়মিত গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে জমা জল পরিষ্কার থেকে বিভিন্ন রোগ জীবাণু বিষয়ে এলাকাবাসীদের সচেতন করে চলেছেন। এহেন গুরুত্বপূর্ণ কাজে যুক্ত এই ভিআরপি দেরকে আজ তাঁরা সম্বর্ধনা দিলেন। পাশাপাশি তাঁদের কাজের জন্য প্রয়োজনীয় টর্চ, লার্ভা দেখার ডাবুর মতো একাধিক গুরুত্বপূর্ণ জিনিসপত্রও দেওয়া হল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!