•ঘাটাল বসন্তকুমারী হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী সুদেষ্ণা মোদক জাতীয় স্তরে ক্রিকেট চ্যাপিয়নশিপে খেলতে যাচ্ছে। আগামী ১২জানুয়ারি অন্ধ্রপ্রদেশের নারায়ণপুরামের এম.জি. গভর্মেন্ট জুনিয়ার কলেজ মাঠে ‘৬৪তম ন্যাশনাল স্কুল গেম ক্রিকেট গালর্স চ্যাম্পিয়নশিপ-২০১৮-১৯’ অনুষ্ঠিত হবে। সেখানে সুদেষ্ণা অংশগ্রহণ করবে। পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সোমনাথ দাস বলেন, রাজ্য থেকে মোট ১৬ জন মূল খেলোয়াড় এবং চার জন্য স্ট্যান্ডবাই খেলোয়াড় বাছা হয়েছে। তার মধ্যে আমাদের মেদিনীপুরেরই মূল খেলোয়াড়ের মধ্যে সুদেষ্ণা সহ তিন জন রয়েছে। বাকী দু’জন জন হল মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের মৌপিয়া মণ্ডল এবং খড়্গপুর সেক্রেটহার্ট স্কুলের পি. পবিত্রা।
এই মুহূর্তে
‘এই সময় যদি ভোটে দাঁড়াতেন নেতাজি সুভাষচন্দ্র বসু’ —শ্রীকান্ত পাত্র
‘এই সময় যদি ভোটে দাঁড়াতেন নেতাজি সুভাষচন্দ্র বসু’ —শ্রীকান্ত পাত্র, বিশিষ্ট সাংবাদিক
এই সময় যদি ভোটে দাঁড়াতেন রবীন্দ্রনাথের দেশনায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ? এক...