রাজ্য জয়ের লক্ষ্যে আট খুদেকে বিশেষ সংবর্ধনা

বাবলু মান্না: ঘাটাল মহকুমা থেকে আটজন প্রতিযোগী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যস্তরে যাচ্ছে। জেলা স্তরে প্রথম হয়ে তারা রাজ্যে প্রতিনিধিত্ব করার সুযোগ করে নিয়েছে। আগামী কাল থেকে ওই খুদে খেলোয়াড়দের জেলায় প্রশিক্ষণ দেওয়ার জন্য শুরু হবে প্রশিক্ষণ শিবির। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার ওই আটজন খুদেকে সংবর্ধনা দেওয়া হল। মহকুমা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছে ঘাটাল পৌরসভা, রেডক্রস সোসাইটি, ঘাটালের ছুটি কালচারাল ফোরাম এবং ঘাটালের মেধা অন্বেষণ সংস্থা। প্রত্যেকেই এই আট খুদেদের হাতে কিছু না কিছু উপহার তুলে দিয়েছে তাদের আগামীর সাফল্য কামনা করে। মহকুমা প্রশাসন এই আটজনকে একটি করে বই, ফুলের তোড়া, চকলেট দিয়েছে। রেডক্রস সোসাইটি এই আটজন প্রতিযোগীর আগামী কাল যাতায়াতের সমস্ত খরচ বহন করেছে। পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে ফুলের তোড়া, চকলেট, পেন। মেধা অন্বেষণ সংস্থার কর্ণধার সমীরণ মাইতি আট প্রতিযোগীদের মেডেল এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানিয়েছেন এবং ছুটি কালচার ফোরাম খুদে খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছে বিস্কিট, ফল। হাতে একরাশ উপহার পেয়ে খুশি আট খুদে।

ঘাটাল মহকুমা থেকে যে আটজন প্রতিযোগী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা হল ঘাটাল ব্লকের মনোহরপুর নিউ প্রাইমারি স্কুলের আরিয়ান সাহা যোগাসন বালক গ বিভাগ থেকে। উচ্চলম্ফন বালিকা খ বিভাগে প্রথম হয়েছে দাসপুরের পার্বতীপুর প্রাইমারি স্কুলের সংগীতা দিণ্ডা। জিমন্যাস্টিক বালক খ বিভাগে রাজনাথ দত্ত প্রথম হয়েছে। চন্দ্রকোণা-১ ব্লকের জগন্নাথপুর প্রাইমারি স্কুলের ছাত্র সে। জিমন্যাস্টিক বালিকা খ বিভাগে পরেশনগর সতীশচন্দ্র প্রাইমারি স্কুলের অনুষ্কা মান্না প্রথম হয়েছে। বলরামগড় প্রাথমিক বিদ্যালয়ের আজিজা খাতুন দীর্ঘলম্ফন বালিকা গ বিভাগ থেকে প্রথম হয়েছে। জিমন্যাস্টিক বালক গ বিভাগ থেকে কোটালপুর প্রাইমারি স্কুলের সায়ন বেরা। জিমন্যাস্টিক বালিকা গ বিভাগে বেলিয়াঘাটা দেশবন্ধু প্রাইমারি স্কুলের ঋষিকা মান্না প্রথম হয়েছে। ডিঙাল প্রাইমারি স্কুলের অনন্যা দোলই আলু দৌড় বালিকা বিভাগে প্রথম হয়েছে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ব্যবস্থাপনায় ৪২ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুর শহরে। চন্দ্রকোণা-২ ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক শ্রীকান্ত দোলই বলেন, ওই প্রতিযোগিতায় মোট ইভেন্ট ছিল ৩৪টি। প্রত্যেকটি ইভেন্টে যারা প্রথম হয় তারাই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়। সেখান থেকেই আমাদের ঘাটাল মহকুমা থেকে আটজন প্রতিযোগী রাজ্যে অংশগ্রহণ করবে। রাজ্যস্তরের প্রতিযোগিতাটি হবে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে। তার আগে ১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিযোগীদের রিপোর্টিং করতে হবে বলে শ্রীকান্তবাবু জানান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।