নিজস্ব সংবাদদাতা: .স্কুল ছুট শিশুদের স্কুলে ফেরানো, শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সামিল হল ঘাটাল ব্লকের রাধানগর ভগবতী শিশু শ্রমিক বিদ্যালয়ের শিশুরা। চাইল্ডলাইনের উদ্যোগে আজ ৩০ এপ্রিল খোলা মনে সহজ কথায় শিশুদের নিয়ে চাইল্ডলাইন আয়োজিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন শিক্ষক- শিক্ষিকারা, ভোকেশনাল ইনস্টাকটর এবং চাইল্ড লাইন এর সদস্য- সদস্যারা। সেই সঙ্গে ওই আলোচনাসভা থেকে বার্তা দেওয়া হয়, •শিশুকে দিয়ে আর ঝুঁকিপূর্ণ কাজ করতে যেন না দেওয়া হয়। • লক্ষ্য রাখতে হবে শিশু যেন শ্রমিকে পরিণত না হয়। •শিশুশ্রম বন্ধ করতে হবে। •বিদ্যালয় যাওয়ার গুণগত দিক দিয়ে শিশুদের উৎসাহিত করতে হবে। •স্কুলছুট শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে হবে।
এই মুহূর্তে
ঘাটালে লটারির নাম্বার জালিয়াতি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়লো এক...
আকাশ দোলই, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: লটারির টিকিটে(Lottery ticket) নাম্বার কারচুপি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়ল এই ব্যক্তি। ঘাটাল কলেজ মোড়ে(Ghatal college more)...