দাসপুরে এক ক্লাবের উদ্যোগে নতুন পাঠাগার পেল গোবিন্দনগর

ইন্দ্রজিৎ মিশ্র:দাসপুর ১নম্বর ব্লকের নন্দনপুর২ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ নগরে দিশারী ক্লাবের উদ্যোগে আজ শনিবার এক পাঠাগারের শুভ উদ্বোধন হল। এই পাঠাগারের শুভ উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক আলী খাঁন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক , নন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী দোলই, স্থানীয় সমাজসেবী গোপাল চন্দ্র নন্দী, রাজীব দাস ঠাকুর প্রমুখ।

ক্লাবের সভাপতি সুপ্রিয় পাত্র বলেন,আমাদের দিশারী ক্লাবের এখন চার শতাধিক সদস্য যারা বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। ক্লাবে রয়েছে জিমাগার, ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুব্যবস্থা,রয়েছে স্বাস্থ্য পরিসেবা। ক্লাবের পক্ষে প্রতি বছর বৃক্ষরোপন,চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মত নানান সামাজিক কল্যাণমূলক কাজও করে চলেছে। সুপ্রিয়বাবু আরও বলেন, যুব সমাজের বই পড়া প্রায় উঠেই গেছে। তাই নতুন প্রজন্মকে বইমুখী করতেই আমাদের এই পাঠাগারের সূচনা করা।

ক্লাবের পাঠাগারের মূল উদ্যোক্তা মহাদেব মান্না বলেন, গোবিন্দ নগর দিশারি ক্লাব বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে। আমিই প্রস্তাব দিই একটি পাঠাগারের জন্য ভাবার। ক্লাব আমার কথা রেখেছে। আমি এই পাঠাগারের জন্য বই দান করেছি এবং ভবিষ্যতে আরো বই দান করব যাতে পাঠকরা তাদের মনের মতন বই পাঠ করতে পারে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!