আজও পিছিয়ে, —সুমিতা মোদক, বেলিয়াঘাটা, দাসপুর

নিঃস্প্রভ তুমি সমাজে, তোমার আজ কোন স্থান নেই।
জীবনের যন্ত্রনার ভাগ নেবে না কেউ-
আজ, স্বার্থ ফুরিয়েছে যেই।
দীপ্তি ভরা সূর্য হতে যদি তুমি!
হীরের তুল্য করে সবাই- হতে তুমি দামী।
তপন মাঝে মাঝে হারিয়ে যায়,
মেঘের ওই খুঞ্জিপোশে।
রাজনীতির কাজ ঠিক চলে সমাজে, দেশে- বিদেশে আপশে।
সভ্যতার উন্নতি আজ হয়েছে অনেক বেশি-
নিঃস্ব, সর্বহারারা দূরেই রইল, তবু তারা খুশি।
করল না প্রতিবাদ দিয়ে গেল পক্ষে ভোট,
রাজনীতিবিদরা দিল আশ্বাস, বেঁধে জোট।

পথ দিয়ে চলতে আজ যেন, বড় ভয় করে।
কোথায় যে হারিয়ে গেল মনুষ্যত্ব, বিবেক, দুর্নীতি সমাজে ভরে!
প্রদীপ শুধু, চিরকাল দেখিয়ে গেল আলো –
কিন্তু তব ছায়া চিরদিন, অন্ধকার থেকেই গেল।
একটা মন নিঃসৃত কথা, উত্তরের অপেক্ষায়; আজও শুধু অপেক্ষায়!
পারবে কি কেউ আজকের এই সভ্যতা বাঁচাতে?
সবুজ বর্ণ দিয়ে নবরূপে, রঙিন করে সাজাতে!

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!