হুইল চেয়ার দিয়ে দিব্যাঙ্গ যুবককে সাহায্য করল ভারত সেবাশ্রম

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: এক অসহায় দরিদ্র যুবকের পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘ। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] থাকুরানিচকের যুবক বছর ৩৬ এর প্রসেনজিৎ জানার দুই পা সহ নিম্নাঙ্গ সম্পূর্ণ অবশ। পরিবারে রয়েছে এক মেয়ে এবং স্ত্রী। পরিবারের প্রধান সদস্যের এমন অবস্থায় বন্ধ পরিবারের আয়ের উৎস। অত্যন্ত কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছে ওই পরিবার। ভারত সেবাশ্রম সঙ্ঘের ভলান্টিয়ার লিডার গণেশচন্দ্র বেরা বলেন, খবরটি শোনার পর আমরা ঠিক করি ওই যুবকটিকে একটি হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করবো। যাতে সেই হুইল চেয়ারের দিয়ে প্রসেনজিৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতটুকু করতে পারে। সেইমতো আজ ৪ এপ্রিল মঙ্গলবার সেবাশ্রমের পক্ষ থেকে গণেশচন্দ্র বেরা, অংশুমান রানা প্রমুখ পৌঁছে যান প্রসেনজিতের বাড়িতে। ভারত সেবাশ্রমের বিশ্ব সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মা নন্দজির আর্শীবাদে এবং প্রচেষ্টায় ওই যুবকের হাতে তাঁরা হুইল চেয়ারটি তুলে দেন।উল্লেখ্য, প্রসেনজিৎ কয়েক বছর আগে ডাব গাছ পড়ে গিয়ে জখম হন এবং কোমর ভেঙে যায়। সেই থেকেই দুই পা সহ নিম্নাঙ্গ অবশ হয়ে যায়। তার পর থেকেই প্রসেনজিৎবাবুর স্ত্রী সাংসারের হাল ধরেন। জব কার্ডের কাজ করে এবং লোকের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন খুব কষ্টের মধ্যে দিয়েই। টিন, ভাঙা বেড়ায় ঘেরা পলিথিন দিয়ে ছোট বাড়িটিই এখন তাদের সম্বলমাত্র।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015