শহিদের ১০৮ তম জন্মদিবস পালিত হল তাঁরই জন্মভিটায়

করোনা আবহে একেবারে অনাড়ম্বর ভাবে পালিত হল জেলা অন্যতম শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের ১০৮ তম জন্ম দিবস। মঙ্গলবার সকালেই দাসপুর ১ ব্লকের গোকুলনগর গ্রামে প্রদ্যোতের জন্ম ভিটায় শহিদকে স্মরণ করতে হাজির হন স্থানীয় প্রদ্যোৎ স্মৃতি সমিতির পক্ষে সুকুমার পাত্র,তাপস ঘোষ এবং স্থানীয় গোকুল নগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি গ্রামবাসীরা। প্রদ্যোৎ ভট্টাচার্য ছিলেন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। তিনি ছাত্রাবস্থায় বিপ্লবী দলের সভ্য হন। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে হত্যার জন্য যে দুজন যুবক আক্রমণ চালান, প্রদ্যোৎ তাদের একজন। এই আক্রমণের ফলে ডগলাসের মৃত্যু ঘটে। ঘটনাস্থলের কাছে প্রদ্যোৎ রিভলভারসহ ধরা পড়েন। অনুসন্ধান করে দেখা যায়, প্রদ্যোতের গুলিতে ডগলাস নিহত হননি। বহু অত্যাচার সত্ত্বেও প্রদ্যোৎ সঙ্গীর নাম প্রকাশ করেননি। বিচারে তার ফাঁসি হয়। প্রকৃত হত্যাকারী ছিলেন প্রভাংশুশেখর পাল। ১৯১৩ সালেই এই ৩ নভেম্বর দাসপুর ১ ব্লকের গোকুলনগরে প্রদ্যোৎ জন্মগ্রহণ করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!