৮২ জনের সবাই মহিলা রক্তদাতা, নজির দাসপুরে

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরে রক্তদানে নজির। স্বেচ্ছায় রক্তদানের উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে শতাধিক মহিলা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আবার সে রক্তদান শিবিরের উদ্বোধনে দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া, প্রধান অতিথি হিসেবে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। দাসপুরের নাড়াজোলে স্বেচ্ছায় রক্তদান শিবির একেবারে উৎসবের চেহারা নিয়েছিল আজ। শতাধিক মহিলা রক্তদাতা লাইনে দাঁড়িয়ে। তাঁদের একটাই আশা স্বেচ্ছায় করবেন নিজেদের রক্তদান। জানা গিয়েছে, দাসপুর-১ ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকারই রামদাসপুরে রামদাসপুর দেশপ্রাণ কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির। সমিতির ম্যানেজারের থেকে জানা গেছে, তাদের এই সমিতি মহিলাদের জন্য বরাবরই কাজ করে আসছে। মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়াবার জন্য তারা নানাভাবে আর্থিক সহায়তা তো করেই থাকে পাশাপাশি নানা ধরনের প্রশিক্ষণও দিয়ে থাকে। এবার সেই মহিলাদেরকে নিয়েই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরের আগে তারা বারে বারে এলাকার মহিলাদের সাথে কথা বলেছেন জানিয়ে রক্ত দানের গুরুত্ব, কীভাবে একটা মুমূর্ষ রোগী এক ফোঁটা রক্তে আবার প্রাণের স্পন্দন ফিরে পান। লক্ষ্যমাত্রা ছিল ১২৫, ব্যবস্থাপনাও ছিল। জানা গেছে, এদিন বিকেল পর্যন্ত মোট ৮২ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। তবে এই ৮২ জনই মহিলা রক্তদাতা। দাসপুরে এমন মহিলাদের রক্তদানে আপ্লুত দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া পাশাপাশি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসও।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!