পথশিশু ও দুঃস্থ ছেলেমেয়েদের সঙ্গে বড়দিন পালন করলেন ঘাটালের ছাত্র-ছাত্রীরা

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ (ঘাটাল): ঘাটালের পথশিশু ও দুঃস্থ মানুষদের সঙ্গে বড়দিনের আনন্দে মেতে উঠলেন ‘মিলয়ীনি’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
২৫ ডিসেম্বর ওই সমস্ত অসহায় শিশু ও মানুষদের হাতে কেক ও বিভিন্ন গিফ্ট বিতরণ করে দিনটিকে একটু অন্যভাবে পালন করেন তাঁরা। মিলয়ীনির পক্ষে মৌসুমী দত্ত, পিয়ালী বারিক, সায়নী মল্লিক, অনিন্দ্য কারক, কঙ্কনা মন্ডল, কৌস্তভ কর্মকার, কুবের ঘোষাল, মৈথিলী দত্তরা বলেন, ২০২০ থেকে আমাদের পথ চলা শুরু। এবছর ডিসেম্বরে মিলয়ীনি’র দুবছর সম্পূর্ণ হলো। বর্তমানে প্রায় ৩০ জন এই সংস্থার সদস্য এবং প্রায় সকলেই হলো ছাত্র-ছাত্রী। কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে, কারোর আবার সবে কলেজ শেষ হয়েছে । আমাদের মিলয়ীনি দু:স্থ, মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রী, ঘাটালের অবৈতনিক অঙ্কন স্কুলের ড্রইং-এর প্রয়োজনীয় জিনিসপত্র, পুরাতন ব্যবহারযোগ্য জামাকাপড়, জুতো, ব্যাগ ইত্যাদি দান, দুর্গাপুজোর সময় নতুন বস্ত্র প্রদান, প্রান্তিক শিশুদের নিয়ে ভাইফোঁটা পালন, জন্মদিন পালন, অনুষ্ঠানের বাড়ির বাড়তি খাবার সংগ্রহ করে দুঃস্থদের বিতরণ, ঘাটাল উন্মেষায়ণ মেন্টাল হাবের রেশন বিতরণ ইত্যাদি নানারকম কাজ করে থাকে সারাবছর ধরে।এছাড়াও গত বছর থেকে আমরা ক্রিসমাস পালন করতে শুরু করেছি আমাদের ঘাটালের পথ শিশুদের সাথে। তাঁরা বলেন, দুঃস্থ, অসহায়দের পাশে থেকে কাজ করা আমাদের ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই এই পদক্ষেপ। আগামীদিনেও তাঁরা বিভিন্নভাবে অসহায়দের পাশে থাকতে চান বলে ওই ছাত্র-ছাত্রীরা জানান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!