চন্দ্রকোণা থেকে সাইকেলে করে পুরী রওনা পরিবেশ সচেতনতার বার্তা দিতে

বাবলু সাঁতরা:পরিবেশ ও সমাজ সচেতনতার বার্তা দিতে সাইকেলে করে পুরী যাত্রা করলেন চন্দ্রকোণা থানার

ঝাঁকরা গ্রামের বেশ কয়েকজন যুবক। আজ ২৮ সেপ্টেম্বর সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই ঝাঁকরা মানব উন্নয়ন সেবা সমিতির ব্যানারে বেশ কয়েক জন যুবক পুরীর উদ্দেশ্যে রওনা হন। চন্দ্রকোণা থেকে ৪৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসতে তাঁদের প্রায় আট দিন সময় লাগবে।
এত পরিশ্রম ও ঝুঁকি নিয়ে কেন তাঁরা যাচ্ছেন তার উত্তরে উৎসাহী ওই যুবকেরা বলেন, আমরা পরিবেশ ও সমাজকে সুষ্ঠ,স্বাভাবিক ও যুগোপযোগী করে তোলাটা সমগ্র মানব জাতির দায়িত্ব ও কর্তব্য মনে করি। সেজন্যই বেশ কয়েক দিন আগে থেকেই এই উদ্যোগ নিতে হয়েছে। এর জন্য আমার প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নিয়েছি।
মানব উন্নয়ন সেবা সমিতি পরিবেশ সচেতনাতা নিয়ে সমাজে বার্তা ছড়িয়ে দিতে তাঁরা একটি হ্যান্ডবিলও তৈরি করেছেন। ওই হ্যান্ডবিলে ১০টি ইস্যু তুলে ধরা হয়েছে। পানীয় জলের অপচয়, জল সংরক্ষণ, গাছ লাগানো, শিশু শ্রম বন্ধ করা,অঙ্গদানের অঙ্গীকার করা, সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার,পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন সহ আরও নানান বার্তা রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাঁরা পুরীতে পৌঁছে যাবেন এবং ৪ অক্টোবের মধ্যে সাইকেলে করেই ফিরবেন বলে আশা করছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!