ঘাটালে বৃষ্টিতে মাঠে জল জমতেই শুরু চাষের কাজ

মনসারাম কর: ঘাটালে খরার ভ্রুকুটিকে হারিয়ে মাঠে নামল বৃষ্টি। আর বৃষ্টির পরেই ঘাটাল মহকুমা জুড়ে সপরিবারের মাঠে চাষীরা। খুশির মেজাজে শুরু চাষের কাজ। দীর্ঘ অপেক্ষার পর দিন চারেকের বৃষ্টির মধ্যেই মহকুমা জুড়ে বদলে গেল মাঠের খটখটে দৃশ্য। উৎসবের মেজাজে চাষিরা মগ্ন ধান চাষে। মাঠে একটু জল জমতেই খুশি কৃষক মহল। স্থানীয় সংবাদের প্রতিনিধি পৌঁছে গেল মাঠে কর্মরত সেই চাষীদের কাছে। ক্যামেরার বন্দী হল সপরিবারে মাঠে কাজ করার ছবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলেছিলেন-
“ওরা চিরকাল টানে দাঁড়/ধরে থাকে হাল,/ওরা মাঠে মাঠে বীজ বোনে, পাকা ধান কাটে,/ ওরা কাজ করে নগরে প্রান্তরে”। আজ আমরা দেখলাম তারই প্রতিচ্ছবি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!