উড়িষ্যা থেকে ঠেলা ঠেলে গন্তব্য মুর্শিদাবাদ,৬১ এর এই যুবক এখন দাসপুরে

সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অদম্য মনোবল আর ইচ্ছা শক্তির কাছে বয়স একটা সংখ্যা মাত্র। ৬১ এর মহম্মদ নেসু সেখ নিজের প্রিয় ঠেলা গাড়িটি আজ প্রায় ২৩ দিন ধরে ঠেলতে ঠেলতে যাচ্ছেন মুর্শিদাবাদে নিজের বাড়ির পথে। ২৩ দিন আগে উড়িষ্যা থেকে রওনা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে পৌঁছান দাসপুরের খুকুড়দহে। খুকুড়দহ বাজার কমিটির দোকানদাররা ৬১ এর এই তরতাজা যুবকের গলায় ফুলের মালা দিয়ে তাঁর রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। শুক্রবারের ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হবে নেসু সেখের আবার পায়ে পায়ে পথ চলা, লক্ষ্য নিজের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা। জানা গেছে, দীর্ঘদিন তিনি উড়িষ্যার কটকে দিনে ঠিকাদারের শ্রমিকের কাজ আর রাতে শহরের রাস্তার ফুটপাতে নিজের টাকায় কেনা এক ঠেলায় খাবারদাবারের ব্যবসা করতেন। কিন্তু সম্প্রতি কটকে প্রশাসন রাস্তার দুইধারের সমস্ত হকার দোকানদানি তুলে দিয়েছে। তার জেরে মুর্শিদাবাদের এই ৬১ বছরের মহম্মদ নেসু সেখ তাঁর আয়ের উৎস হারান। অন্যদিকে বাড়ছে বয়স। তাই তিনি ঠিক করেন বাড়িতেই এই ঠেলায় ব্যবসা পাতবেন। কিন্তু এই ঠেলা গাড়িটি মুর্শিদাবাদের বাড়ি পৌঁছানোর জন্য ভাড়া চাওয়া হয় ১৭ হাজার টাকা। দিন মজুর নেসু ঠিক করেন পায়ে হেঁটেই ঠেলা ঠেলে উড়িষ্যার কটক থেকে পৌঁছাবেন মুর্শিদাবাদের লালগোলার মিয়াপুরে গ্রামের বাড়িতে। গত ১৩ জুন রওনা দেন উড়িষ্যার কটক থেকে। ৬ জুলাই বৃহস্পতিবার রাতে তিনি পৌঁছালেন দাসপুরের খুকুড়দহতে। পথ এখনও অনেক বাকি কিন্তু ৬১ এর এই যুবকের অদম্য মনোবলের কাছে দাসপুর থেকে মুর্শিদাবাদের দীর্ঘ পথ যেন অনেক নিকট।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!